আজ তোমাকে খুব মনে পড়ে
আজ তোমাকে খুব মনে পড়ে ।জানি না
আমাকে তোমার একটুও মনে পরে কি না? শুধু
জানি আমার পক্ষে তোমাকে ভুলে থাকা
অসম্ভব। তোমার কি মনে আছে আমাকে
বলে ছিলে "তুমি আমাকে কখনও ভুলতে
পারবে না"। আজ দেখছি তুমিই জিতে গেলে
আর আমি হেরে গেলাম।কারণ আজও আমি
তোমাকে ভুলতে পারি নাই আর কখনও ভুলতে
পারবও না।যেখানেই থাকো ভালো
থেকো।।..
@abdulmalekshuvo
মন্তব্যসমূহ