মারশাফি -বিন মুর্তুজা ডায়বেটিস আক্রান্ত শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে

মারশাফি-বিন-মুর্তুজা
প্রিয় বন্ধুরা,
আমি জেনে অবাক হয়েছি যে, ডায়বেটিস আক্রান্ত শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে কারণ প্রায় ৭১ লক্ষ মানুষ এরোগে আক্রান্ত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশ মানুষ জানেই না যে, তাদের ডায়াবেটিস আছে এবং যারা জানে তাদের সকলেও ঠিকমতো ডায়াবেটিসের চিকিৎসা নেন না।
দুঃখজনক যে অনিয়ন্ত্রিত ডায়বেটিসের কারণে গত বছর বাংলাদেশে ১২৯,৩১৩ জন মানুষ মারা গেছে। একমাত্র সচেতনতাই পারে ডায়বেটিসকে বদলে দিতে, আসুন আমরা ডায়াবেটিস প্রতিরোধে ঐক্যবদ্ধ হই।
এখন থেকে আমি ডায়বেটিসকে বদলে দিতে কাজ করবো নভো নরডিস্ক ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির শূভেচ্ছা দূত হিসেবে।
ডায়বেটিস প্রতিরোধ, নির্ণয়, ব্যবস্থাপনা ও সঠিকভাবে নিয়ন্ত্রনের জন্য আসুন আমরা সচেতন হই ও মানুষের কল্যাণে অবদান রাখি।
ডায়বেটিস সম্পর্কে আরো জানতে: www.facebook/novonordisk
#ডায়াবেটিসপ্রতিরোধেঐক্যবদ্ধহই #নভোনরডিস্ক #ডায়বেটিসপ্রতিরোধ #ডায়বেটিসনির্ণয় #ডায়বেটিসব্যবস্থাপনা #ডায়বেটিসনিয়ন্ত্রন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।