আমি আজো রয়েছি একা দাঁড়িয়ে শূন্য পথ প্রান্তরে

আমি আজো রয়েছি একা দাঁড়িয়ে
শূন্য পথ প্রান্তরে
প্রস্থরতম বিরহ ব্যাথা
বুকে লালন করে ।
চেয়ে আছি তবু একা
যদি পাই এক মুহূর্তের
একটু ভালোবাসা
একবার দেখতে পাওয়া ।
জানি তুমি অভিমানী
তবুও মান ভেঙ্গে
আজি এসে একবার বলো
” ভালোবাসি তোমায় “ ।
আমি হাজারো রাত
পারব থাকতে অপেক্ষায়
আমি লক্ষ কোটি মুহূর্ত
পারব কাটাতে তোমারি স্মৃতি ধারণে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

পথের জটিল লাস্য ছুঁয়ে দেখি তুমি দূর ছায়াপথিকের আলোর গভীরে তুমি অন্ধকার

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।