শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে যায় না দিন দিন অনুভূতি গুলা জম্মায়

রাগ করে কারো সাথে কথা না বলা, কিন্তু ঠিকই লুকিয়ে লুকিয়ে দেখা হয় মানুষটি কি করছে :)
পৃথিবীতে সবচেয়ে অসহায় সে,
যে নিজের রাগ, অভিমান ও কষ্ট
কাউকে দেখাতে পারে না।
একটু চিৎকার করে, কাঁদতে পারে না।
`
শুধু মৃদু হাসির আড়ালে
চোখের জল লুকিয়ে রাখে।
বলা হয় আর মেসেজ দিবে না, কিন্তু একটা মেসেজ এর জন্যই যতো অপেক্ষা, এর নাম ই ভালোবাসা <3

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।