অতিরিক্ত সচিব হলেন মনোহরগঞ্জের কৃতি সন্তান মাহফুজুল কাদের
মনোহরগঞ্জের কৃতি সন্তান, অত্যন্ত দক্ষ
কর্মকর্তা মোঃ মাহফুজুল কাদের
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা
বিভাগের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত
সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত
১২ মে বৃহস্পতিবার জনপ্রশাসনের এক
আদেশে মাহফুজুল কাদেরসহ ৮৩ জনকে
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়।
মোঃ মাহফুজুল কাদের লাকসামের
নবগঠিত মনোহরগঞ্জ উপজেলার উত্তর
হাওলা ইউনিয়নের ফেনুয়া গ্রামের এক
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ
করেন। তাঁর পিতার নাম মরহুম আবদুল
কাদের। তিনি ১৯৭৬ সালে ঢাকা
ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় থেকে
এসএসসি ও ১৯৭৮ সালে চিওড়া কলেজ
থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ
করেন।
১৯৮২ সালে তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিজ্ঞান
বিভাগ থেকে বিএসসি (স্নাতক) ডিগ্রী
লাভ করেন। ১৯৮৩ সালে একই বিভাগ
থেকে এমএসসি ডিগ্রী লাভ করেন।
অত্যন্ত মেধাবী মাহফুজুল কাদের ১৯৮৮
সালে বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে
সহকারী পোস্ট মাস্টার জেনারেল
হিসেবে বাংলাদেশ ডাক বিভাগে
যোগদান করেন। পরে ২০০৬ সালে উপ-
সচিব ও ২০১২ সালে যুগ্ম সচিব হিসেবে
পদোন্নতি লাভ করেন।
কাদের বাংলাদেশ সরকারের
পরিকল্পনা মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন
অধিদপ্তর, ডাক বিভাগসহ বিভিন্ন
মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে সুনামের
সহিত চাকুরী করেন। এছাড়া তিনি
চাকুরী জীবনে জার্মানী, দক্ষিণ
কোরিয়া, মালেয়শিয়া, ভারত,
শ্রীলংকাসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও
আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ
করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা
সন্তানের জনক।
উল্লেখ্য, মাহফুজুল কাদের রাসায়নিক
সারের কার্যকর বিকল্প হিসেবে
মানবজীবনের জন্য ক্ষতিকর পরিত্যক্ত
বর্জ্য পদার্থ ও অব্যবহৃত সম্পদ থেকে
শ্যামল বাংলা জৈব সার উদ্ভাবন করে
দেশজুড়ে সু-পরিচিতি লাভ করেন। তাঁর
উদ্ভাবনকৃত শ্যামল বাংলা জৈব সার
রাসায়নিক সারের চেয়ে খরচ অর্ধেক কম
হওয়ায় বর্তমানে সারা দেশে কৃষি
কাজে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।
মন্তব্যসমূহ