Uttar Howla High School উওর হাওলা উচ্চ বিদ্যালয় পিকনিক (২০১৫)

উওর হাওলা উচ্চ  বিদ্যালয়  ২০১৬ এর পিকনিক  এ আসে ঢাকা ভিবিন্ন স্পট  এর নাম হচ্চে
১।বেসামরিক জাদুগর
২। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান  নভোথিয়েটর
৩।ঢাকার চমকপ্রদ জায়গা  হাতির জিল
তো ২ টি বাস নিয়ে আসে আমাদের  বিদ্যালয়  থেকে প্রায় ছাত্র শিক্ষক ১০০ মিলে আসে ঢাকাই পিকনিক  এবং প্রক্তন ছাত্র মিলে  এবং আমাদের  বিদ্যালয়  এর সম্মিত  স্কুল কমিটিরর সভাপতি আল-হাজ্ব আব্দুল হালিম পাটোয়ারি  সাহেব

সারাদিন গুরাপিরা করে সন্ধা ৬টার দিকে ঢাকা থেকে চলে যায় বিদ্যালয়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।