টি-টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় ফাইনাল জিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন ICC T20 CRICKET WORLD CUP 2016

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নাটকীয় ফাইনাল জিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন

দলটা ওয়েস্ট ইন্ডিজ! ক্রিকেট রোমান্টিকদের সেরা পছন্দ। যাদের খেলায় আবেগ মিশে থাকে পরতে পরতে। তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো অসম্ভব রোমাঞ্চ জন্ম দিয়ে। ৮৫ রান নিয়ে শেষ ওভারে নন স্ট্রাইকিং এন্ডে অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। দরকার ১৯ রান। বেন স্টোকসের রাতের ঘুমে কিন্তু দুঃস্বপ্ন হয়ে বহু বছর ফিরে ফিরে আসবেন কার্লোস ব্রাথওয়েট! শেষ ওভারের প্রথম চার বলে চারটি ছক্কা মেরে ক্যারিবিয়ানদের দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন ব্রাথওয়েট! প্রথমবার কোনো দল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার চ্যাম্পিয়ন হলো।

কলকাতার ইডেন গার্ডেন্সে দিনের মেয়েদের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের নারী দল প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের চ্যাম্পিয়ন। 'ড্রিম ডাবল' হলো একই মাঠে। এই বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই হিসেবে হ্যাটট্টিক শিরোপা গেলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

স্নায়ুক্ষয়ী ফাইনাল বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে তাই হয়েছে। ইংল্যান্ডকে ৯ উইকেটে ১৫৫ রানে থামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টানা ষষ্ঠ টস জিতে ড্যারেন স্যামি আগে বল করেছেন। তাদের বড় শক্তি রান তাড়া করায়। ইংল্যান্ডকেই হারিয়েছিল গ্রুপ পর্বে ১৮৩ রান তাড়া করে। কিন্তু এবার ১১ রানে ৩ উইকেট হারিয়ে মহা বিপদে ক্যারিবিয়ানরা। এরপর স্যামুয়েলস পথে আনলেন দলকে। কিন্তু আবার ২১ রানে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ। বল আর রানের ব্যবধান বাড়তে থাকে। জয়ের সুবাস পেতে থাকে ইংল্যান্ড। জিতলে তারাও দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত শেষ ওভারে খাদের কিনারে গিয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। স্টোকস শেষ ওভার করতে এলেন।  ব্যাটসম্যান ব্রাথওয়েট। প্রথম বলে লেগসাইডে ছক্কা। পরের বলে লং অনের ওপর দিয়ে ছক্কা! একটু আগেই ডাগ আউটে দুশ্চিন্তার মাঝে ডুবে থাকা ক্যারিবিয়ান দল কাঁধে কাঁধ মিলিয়ে বাউন্ডারি লাইনে দাঁড়ায়। উত্তেজনায় থরথর সবাই! পুরো স্টেডিয়াম। টেলিভিশনের সামনের সব দর্শকও বটে। তৃতীয় বলেও ব্রাথওয়েটের ছক্কা। শেষ চার বরে ১ রান দরকার। কোথায় কি! আবার ছক্কা! মাথায় হাত দিয়ে বসে পড়েন স্টোক। ওয়েস্ট ইন্ডিজের পুরো দল মাঠে। স্যামুয়েলস যেন আনন্দে দিশেহারা হয়ে গেছেন। শরীরের ওপরের ভাগের সব পোষাক খুলে ফেলেন। ক্যারিবিয়ানরা চ্যাম্পিয়ন ড্যান্স শুরু করে। শাসরুদ্ধকর ম্যাচের পর অসম্ভব প্রাপ্তির সময় মাঠের মাঝেই চ্যাম্পিয়ন নারী দল যোগ দেয় তাদের সাথে। চলে ক্যালিপসো কিং ও কুইনদের চ্যাম্পিয়ন ড্যান্স!

৬৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮৫ রান করে অপরাজিত স্যামুয়েলস। ২০১২ বিশ্বকাপ জিতিয়েছিলেন ৭৮ রানের ইনিংস খেলে। এবার জেতালেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ইনিংস গড়ে। আর ব্রাথওয়েট! এক ইনিংস খেলেই কিংবদন্তির পর্যায়ে চলে গেলেন যে তিনি! ১০ বলে ১ বাউন্ডারি ৪ ছক্কায় ৩৪ রানে অপরাজিত তিনি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ইনিংসের একটি। যেটি ওয়েস্ট ইন্ডিজকে ইতিহাস গড়ে জিতিয়েছে দ্বিতীয় বিশ্বকাপ।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting