ফটোগ্রাফার বেন থুয়ার্ড এই অসাধারণ ছবিটি তুলেছেন সাগরের তলদেশ থেকে।

ফটোগ্রাফার বেন থুয়ার্ড এই অসাধারণ ছবিটি তুলেছেন সাগরের তলদেশ থেকে। তাহিতির উপকূলে প্রশান্ত মহাসাগরের তলা থেকে উজ্জ্বল নীল স্ফটিক-স্বচ্ছ সাগরজলে ঢেউ ভাঙ্গার এবং ঢেউ-এর মাথায় সার্ফ-রত এক ব্যক্তির এই ছবি তুলে তিনি বিবিসি নিউজকে বলেছেন, ''এ এক অসাধারণ অভিজ্ঞতা''। (ফটো বেন থুয়ার্ড/কেটার নিউজ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।