ফটোগ্রাফার বেন থুয়ার্ড এই অসাধারণ ছবিটি তুলেছেন সাগরের তলদেশ থেকে।

ফটোগ্রাফার বেন থুয়ার্ড এই অসাধারণ ছবিটি তুলেছেন সাগরের তলদেশ থেকে। তাহিতির উপকূলে প্রশান্ত মহাসাগরের তলা থেকে উজ্জ্বল নীল স্ফটিক-স্বচ্ছ সাগরজলে ঢেউ ভাঙ্গার এবং ঢেউ-এর মাথায় সার্ফ-রত এক ব্যক্তির এই ছবি তুলে তিনি বিবিসি নিউজকে বলেছেন, ''এ এক অসাধারণ অভিজ্ঞতা''। (ফটো বেন থুয়ার্ড/কেটার নিউজ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

পথের জটিল লাস্য ছুঁয়ে দেখি তুমি দূর ছায়াপথিকের আলোর গভীরে তুমি অন্ধকার

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।