Abdul Malek Shuvo আমার জিবনে ঘটে যাওয়া ভালোবাসার জিবনের গল্প

আমি আজও ভালোবাসি তোমায়
আমি পারিনি আজও তোমায় ভুলতে
আমি পারিনি তোমার কোনো কথা ভুলতে
আমি যেদিন থেকে তোমায় ভালোবাসি সেদিন থেকে আমি দৈনিক নতুন নতুন স্বপ্ন দেখি
আমি ভুলতে পারিনা সেদিনের স্বীতি কথা ।  আমি আজও মনে পড়ে বাদ বাঙ্গা মনের কথা মনে পড়ে সে অধ্যম চলার পথ  তোমায় আমি আজও ভালোবাসি চিরোদিন ভালোবেসে যাবো
প্রতিটা দিন প্রতিটা রাত তোমায় সুধু ভাবি তুমি সুধু আমার
তোমার সাথে আমার প্রথম ভালো লাগার দিন গুলার কথা মনে পড়ে
তোমায় আমি প্রথম স্কুল জিবনে তোমাকে  আমি দেখে ভালো লাগে আমি তখন ক্লাস দশম শ্রেনীতে পড়তাম আর তুমি ছিলে ক্লাস অষ্টম শ্রেনীতে পড়তে  দেখতে দেখতে আনেক দিন যাবত সুধু দেখে যাচ্ছি তারপর একদিন তোমাকে ভালোবাসার জন্য প্রস্তাব দি তোমার এক বান্দ্বীর কাছে কিছু দিন পর আমার ভালোবাসার আমি পারবোমা আপনার সাথে কথা বলতে আমার খুব ভয় আমি থাকি নানার বাড়ি আমার মামা শুনলে আমাকে মরে পেলবে  কিছু দিন পর   উওর আসে পরে শুরু হয় আমার আর হৃদির ভালোবাসার সমর্পক  চলছে সাল টা ২০১২  মনে আজনা কথা ভিবিন্ন রকম ভালোবাসার গল্প  চলতে চলতে ২০১৪ তে ব্রেকাপ হয় যায় হঢাৎ একদিন আমার ফোন থেকে হৃদির আম্মুর মোবাইল ছলে যায় তখন হৃদির আম্মু ওর মামা কে বলেলে দেয় তখন আমার আব্বু র কাছে হৃদির মামা হৃদির আম্মু বিচার তখন আব্বু আমার ফোন মোবাইল সবকিছু নিয়ে যায় তার পর ওর সাথে কোনো কথা হয়না  আমার হাতে ওর যত পার্সোনাল নাম্বার চিলো সব বন্ধ  এবং তার আম্মু তাকে কোনো ফোন কোন কিছু কারো সাথে দেখা বা কথা বলতে দেয়না
আমি ও কথা বলার জন্য আমার আনেক বন্ধুদের মোবাইল দিয়ে হৃদির যত নাম্বার চিলো সব গুলাতে প্রায় ডেলি ফোন দিতাম কিন্তি সব সময় বন্ধ  থাকতো তার ফোন
এর পর এস এসি পরিক্ষা শুরু হয় আমার সাথে আর কোনো সমর্পক  নাই তার সাথে হৃদির বান্দুবীর কাছে বলে দিছে।  আমি তার আসা চেড়ে দিতে আমি তখন বল্লাম যখন সমর্পক  চিলো তখন তো এ কথা বলো নি যত জড় তুপান আসুক আমরা দুইজন এক থাকবো আমি তোমার কথা রাজি হলাম  এখন তুমি সে কথার মাজে নাই কেনো আমি কি দোষ করেছি
তার পর আমার ঢাকা চলে আসি আমি টানা ১ রোজার ঈদে বাড়িতে থেকে আসছি আরেক রোজার ঈদে বাড়িতে গেছি
এর পর থেকে হৃিদি কে শত ভুলে থাকতে চেষ্টা  করলে ও এখোনো আজ ও আমি তাকে ভুলতে পারছিনা
  হৃদির সাথে ব্রেকাপ হওয়ার পর আরো ২/৩  জান্নাত আরা মোমো, অরপিতা জাহান ভাবনা, মিথিলা জাহান অথৌই, তোন্নি, মেয়ের সাথে প্রেম করি কিন্তু আমি হৃদির মতো কাউওকে পাইনা
মমতাহীন ইসলাম হৃদি  আমার জিবনে প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting