মেয়েরা সচেতন হন একটু দেখে শুনে চলোন

★মেয়েরা সচেতন হন....
.
১* রাতের বেলা বাসায় ফেরার সময় কোন মাইক্রো বাস লিফট দিতে চাইলে উঠবেন না। 

২* রাতের বেলা ফাকা বাসে উঠবেন না। 

৩* বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না । 

৪* খালি বাসায় টিঊশনি করাবেন না। 

৫* কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন। কারন ফাকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমন এর স্বীকার হয়।

৬* পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির আচ পেলে পরিবারের সদস্যদের অবহিত করবেন । 

৭* ফেসবুক/ মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না। 

৮* সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক পার্ক গুলোতে অবস্থান করবেন না। আধার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন। 

৯* নির্জন পার্ক জংগল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না। 

১০* কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবেন। বা নিরাপত্তার কথা ভাববেন। .......... কারন আপনার
সাথে জরিয়ে আছে , আপনার পরিবারের, বাবা, মা, ভাই, বোনের সম্মান এবং ভালবাসা।
প্রয়োজন মনে করলে শেয়ার করবেন।।
মেয়েরা আমাদের মা-মেয়ে ও বোন তোমাদের ইজ্জত আমাদের ইজ্জত!তোমাদের সম্মান আমাদের সম্মান!তোমারাই পরিবারের অহংকার গৌরব!তোমাদের হেফাজত করা প্রতিটি ছেলে মানুষের দায়িত্ব ও কর্তব্য!!!
.
শেয়ার করে প্রচার করুন, 
লাইক দিয়ে সাথে থাকুন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।