ওয়েষ্টইন্ডিজের প্রত্যকটা খেলোয়াড় টিটুয়েন্টি ফেরিওয়ালা

ওয়েষ্টইন্ডিজের প্রত্যকটা খেলোয়াড় টিটুয়েন্টি ফেরিওয়ালা।
ওদের জন্মই হয় টিটুয়েন্টি খেলার জন্য।
সব দেশের লীগে তাদের উপস্থিতি মানেই সেই লীগ হিট।

আজকের ক্রিকেট এর জয়, সেলিব্রেট সব কিছুই স্বরনীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে কারন একই দিনে একই মাঠে একই দেশের নারী এবং পুরুষ জয়ের সেলিব্রেট করলো এক সাথে।

ব্যাপারটা দেখতে আজকে অনেক ভাল লেগেছে,
সত্যি খুব ভাল লেগেছে।
অভিনন্দন টেইলর এবং সামি।

টিটুয়েন্টি মানেই ওয়েষ্ট ইন্ডিজ।
বিশ্বকাপে এই রকম উদযাপন আর কখনো হয় নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting