যাকে ভালবাসো তাকে শুধু মন থেকেই ভালবেসে যাও,
যাকে ভালবাসো তাকে শুধু মন
থেকেই
ভালবেসে যাও,
খুব বেশি প্রকাশ করার দরকার
নেই ।
যদি তার ভালবাসা খাঁটি হয়,
তোমার না বলা কথা এমনিতেই
বুঝতে পারবে ।
তাকে কখনো এটা ভাবতে দিও না,
তাকে ছাড়া তোমার জীবন
অর্থহীন।
তাহলে সে তোমাকে কষ্ট
দিতে দ্বিধা করবে না,
তাই কিছুটা অনুভূতি তার
প্রতি নিজের
ভিতর লুকিয়ে রেখো ।"
মন্তব্যসমূহ