সারাটা জীবন আমরা কত জনকেই না ভালবাসা দিয়ে
সারাটা জীবন আমরা কত জনকেই
না ভালবাসা দিয়ে আগলিয়ে
রাখতে চেষ্টা করছি কিন্তু কই
যারা যাবার তারা কারণ
ছাড়াই চলে যাচ্ছে।
.
আবার যাদের কখনো কল্পনাই
করিনা তারাই আমাদের সঙ্গী
হয়ে জীবনের সাথে একাকার
হয়ে যাচ্ছে।
.
আমরা কেবল একটু সুখ পাওয়ার জন্য
ভালবাসি কিন্তু পরিনামে এই
ভালবাসাই আমাদের কষ্টের মূল
কারণ হয়ে দাঁড়ায়।
.
আমরা অতীত কে বেশী প্রধান্য
দিতে গিয়ে বর্তমান প্রিয়
মানুষটিকে প্রতিনিয়তেই
হারাচ্ছি।অথচ এই মানুষটিই
আপনার অতীত কে ভুলে মেনে
নিয়েছে।
.
আমরা সবাই সবার কাছ থেকে
ভালবাসা আশা করছি অথচ আমরা
ভালবাসা দিতে চাইনা।
.
আমরা সবাইকেই ভাল করতে
চাচ্ছি অথচ আমরা নিজেরাই
ভাল থাকতে চেষ্টা করিনা।
মন্তব্যসমূহ