মঙ্গলে অপারচুনিটির ম্যারাথন পার
পৃথিবীর বাইরে কোনো পৃষ্ঠে
সবচেয়ে বেশি দুরত্ব ভ্রমণের রেকর্ড
গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা
প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যা্রোনেটিকস
অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশনের
(নাসা) মহাকাশযান ‘অপারচুনিটি’।
মঙ্গলবার মহাকাশযানটি মঙ্গলপৃষ্ঠে ৪২
কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা
ম্যারাথনের দূরত্বের প্রায় সমান। এ
দূরত্ব অতিক্রম করতে যানটির সময়
লেগেছে ১১ বছর ২ মাস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক
প্রতিবেদনে জানিয়েছে, এই
প্রথমবার কোনো মহাকাশযান
ম্যারাথনের দূরত্ব অতিক্রম করল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
অবস্থিত নাসার জেট প্রোপালশন
ল্যাবরেটরির (জেপিএল) অপারচুনিটি
প্রজেক্ট প্রধান জন ক্যালাস বলেন, “এই
প্রথমবার মানুষের তৈরি কোনো যান
পৃথিবীর বাইরের কোনো পৃষ্ঠে
ম্যারাথনের দূরত্ব অতিক্রম করল।”
এর পৃথিবীর বাইরে কোনো পৃষ্ঠে
সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের
রেকর্ড ছিল রাশিয়ান মহাকাশযান
লুনোখোদ ২-এর দখলে। এবার ওই রেকর্ড
ভেঙ্গে তালিকার শীর্ষে এলো
অপারচুনিটি।
অপারচুনিটি মিশনের প্রধান গবেষক
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির
অধ্যাপক স্টিভ স্কুয়েরেস বলেন, এ
মিশনের উদ্দেশ্য সর্বোচ্চ দূরত্ব রেকর্ড
গড়া না হলেও মঙ্গলপৃষ্ঠে ম্যারাথন
দূরুত্ব অতিক্রম করা অবশ্যই বড় কিছু।
২০০৪ সালের ২৫ জানুয়ারি মঙ্গলে
অভিযান শুরু করে অপারচুনিটি।
মন্তব্যসমূহ