প্রস্তুত নাসার ওরিয়ন স্পেসশিপ

বৃহস্পতিবার মহাকাশ যাত্রার জন্য
প্রস্তুতি শেষ নাসার নতুন ওরিয়ন
মহাকাশযানের। অভিযানে
পৃথিবীকে ঘিরে দুবার চক্কর দিয়ে
প্রশান্ত মহাসাগরে আছড়ে পরবে
ওরিয়ন। তবে এর মানে এই নয় যে,
প্রশান্ত মহাসাগরেই শেষ হবে ওরিয়ন
অধ্যায়। বৃহস্পতিবারের অভিযান
কেবলই টেস্ট ফ্লাইট, মূল লক্ষ মঙ্গল।
সিএনএন এক প্রতিবেদনে
জানিয়েছে, অনেক দৃষ্টিকোণ
থেকেই নাসার স্বর্ণযুগের অ্যাপলো
মিশনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে
ওরিয়ন। বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ
ক্যানেভেরাল থেকে স্থানীয় সময়
সকাল ৭টা ৫ মিনিটে প্রথম টেস্ট
ফ্লাইট যাত্রা শুরু হবে ওরিয়নের।
ভূ-পৃষ্ঠ থেকে ৩ হাজার ৬’শ মাইল
উচ্চতায় পৌঁছে পৃথিবীকে ঘিরে
দুবার চক্কর দেবে নাসার নতুন
মহাকাশযানটি। প্রথম অভিযানে
ওরিয়নে থাকছে না কোনো
নভোচারী। তবে নতুন মহাকাশযানটির
বদৌলতে ‘স্পেস রেসে’ পিছিয়ে
পড়া নাসা হারানো গতি ফিরে
পাবে বলে আশা প্রকাশ করেছে
সিএনএন।
টানা ২১ দিনের মিশনের উপযোগী
করে তৈরি করা হয়েছে ওরিয়ন। ৪
থেকে ৬ জন নভোচারী বহন করতে
পারবে মহাকাশযানটি। সরাসরি
তুলনা করলে নভোচারী বহনের ক্ষমতা
আর মিশনের সর্বোচ্চ সময়ের হিসেবে
অ্যাপলো ক্যাপসুলের থেকে দ্বিগুণ
ক্ষমতাধর ওরিয়ন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting