‘আত্মহত্যার পন্থা নিয়ে গবেষণা’ করেছিলেন লুবিৎ

ফ্রান্সের আল্পস পর্বতমালায় গত
সপ্তাহে জার্মানউইংসের বিধ্বস্ত
বিমানের কো-পাইলট আন্দ্রিয়াজ
লুবিৎজ আত্মহত্যার পন্থা এবং
ককপিটের দরজার নিরাপত্তা নিয়ে
গবেষণা করেছিলেন বলে
জানিয়েছেন জার্মান কৌঁসুলিরা।
এরই মধ্যে বিধ্বস্ত বিমানটির দ্বিতীয়
ফ্লাইট রেকর্ডার খুঁজে পাওয়া গেছে
বলেও খবর পাওয়া গেছে। ২৪ মার্চে
বিধ্বস্ত বিমানটির ১৫০ আরোহীর
কেউ বেঁচে নেই। লুবিৎজ ইচ্ছা করেই
বিমানটি ধ্বংস করেন বলে ধারণা
তদন্তকারীদের।
জার্মান কৌঁসুলিরা বলছেন,
লুবিৎজের ডুসেলডোর্ফের বাড়ি
থেকে পাওয়া ট্যাবলেট
কম্পিউটারে ইন্টারনেট ঘেঁটে
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের
সপ্তাহে তার ‘আত্মহত্যা করার পন্থা’
এবং ‘ককপিটের দরজার নিরাপত্তা
ব্যবস্থা’ নিয়ে গবেষণা করার আলামত
পাওয়া গেছে।
মুখপাত্র রাল্ফ হেরেনব্রুয়েক বলেন,
একদিকে লুবিৎজ ডাক্তারি
চিকিৎসা পদ্ধতি নিয়ে চিন্তিত
ছিলেন, আর অন্যদিকে, তিনি
কিভাবে আত্মহত্যা করা যায় এবং
এজন্য কি কি পন্থা অবলম্বন করা যায়
তা নিয়েও ভেবেছিলেন। উপরন্তু
ককপিটের দরজা এবং এর নিরাপত্তার
বিষয়টি নিয়ে তিনি অন্তত পুরো
একদিন ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি
করেছিলেন।
লুবিৎজ কি লিখে ইন্টারনেট সার্চ
করেছিলেন কৌঁসুলিরা তা না
জানালেও তার ব্যক্তিগত মেইল ও
অন্যান্য লেখা থেকে উপসংহার
টেনে তারা বলছেন, লুবিৎজ ১৬
থেকে ২৩ মার্চ পর্যন্ত ওই কাজ
করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting