Lotus kamal talking. About ICC

আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। দেশে ফিরে আইসিসির কুকীর্তির গোমর ফাঁস করার হুমকিও দিয়েছেন তিনি।

২০১৫ সালে করা নিয়ম অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিরই ট্রফি দেওয়ার কথা। সেটা না মেনে রোববার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।

গত রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল শেষে এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামাল বাংলাদেশের দুটি টিভি চ্যানেলে আইসিসির বিরুদ্ধে তার সম্মানের হানি ঘটানোর অভিযোগ তোলেন।

আগামী বুধবার দেশে ফেরার কথা বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী কামালের। দেশে ফিরে ক্রিকেটের সার্বিক বিষয় নিয়ে বিমানবন্দরেই কামাল কথা বলবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরিকল্পনা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোস।

দেশে ফিরে কামাল আইসিসির পরিকল্পনা পর্ষদের নানা বিষয় উন্মোচন করবেন বলে ইঙ্গিত দেন।

"আজ (রোববার) ট্রফি আমার দেওয়ার কথা ছিল। এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যক্রমে, আমাকে সেটা করতে দেওয়া হয়নি। আমার অধিকারকে অসম্মান করা হয়েছে।"

এরপর কামাল যোগ করেন, "দেশে ফিরে আমি পুরো বিশ্বকাপে জানাব, আইসিসিতে কী ঘটছে। ওইখানে যে লোকগুলো (আইসিসি) বাজে কাজ করছে, তাদের সম্পর্কে বিশ্বকে জানাব।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting