বিশ্বকাপ ক্রিকেটের ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ আইসিসিতে পাঠিয়েছে বিসিবি। বিসিসির সিইও নিজাম উদ্দিন আহমেদ বিবিসির কাছে এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ওই ম্যাচে 'বাজে আম্পায়ারিংয়ে'র বিরুদ্ধে আইসিসিতে আপিল করতে বিসিবি সভাপতি সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একি সাথে নোটিশ দেয়া হয়েছে ক্রীড়া সচিব ও বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারকেও। ওই আইনজীবীর মতে বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেন একটি বলকে নো-বল কল করে। তার দাবি, “তামিম ও মাহমুদুল্লাহ আসলে আউট ছিলেননা। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের ওই বলটিও নো-বল ছিলনা”। ঢাকায় সমর্থকদের প্রতিবাদ মিছিল বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচের বাংলাদেশ ভারতের বিপক্ষে ১০৯ রানে পরাজিত হয়েছিলো। পরে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজেও ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।