সিটি নির্বাচন থেকে সরে আসবে না বিএনপি : এমাজউদ্দীন আহমেদ সিটি নির্বাচন থেকে বিএনপির সরে আসার কোন প্রশ্নই আসেনা বলে জানিয়েছেন বিএনপিপন্থী শত নাগরিক কমিটির নেতৃত্বদানকারী ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ এ কথা বলেন । তিনি বলেন, প্রার্থীরা সুষ্ঠুভাবে প্রচারণা যাতে চালাতে পারে আশা করবো এ ব্যাপারে নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা রাখবে। আসামিদের গ্রেপ্তারে ইসির অনুমতি লাগবে না নির্বাচন কমিশনের এমন বক্তব্যের প্রেক্ষিতে শত নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘সব কিছু আইন অনুযায়ী হবে বলেই আশা রাখছি।’ এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না।’ এমাজউদ্দীন আরো বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে জনগণ তাদের ধিক্কার জানাবে। এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন- ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, ড. মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন ও অ্যাডভোকেট ফাহিমা নাসরীন। সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting