ফেসবুক সবাই এখন ব্যবহার করি মোটামুটি বর্তমানে যে যার অবস্থানে। মোটামুটি সবাই একজন সোশ্যালিস্ট। সবাই একটু সচেতন হোন, মানবিক হোন নিজের নিরাপত্তা ও পরিবার এর নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিটা নিউজ পোস্ট দেখি আমরা স্ক্রল করে চলে যায় আবার যুক্তিগত অযুক্তিগত পোস্টে আমরা কমেন্ট, মন্তব্য করতে ও ভুল করি না। কেউ এড়িয়ে যায়, কেউ দেখে মজা পায়, আবার কেউ হতাশা বোধ করে, কেউ আফসোস করে। নানানরকম পোস্ট নিউজ ফীডে আসে আমাদের কেউ হাসির পোস্ট করে, কেউ মানবিক পোস্ট করে, কেউ ভয়ংকর সব তথ্য পোস্ট করছে, কেউ ইসলামিক পোস্ট করছে, কেউ ব্যর্থতা অব্যর্থতা পোস্ট করে, কেউ কোনো পোস্ট করে নিউজ ফীড স্ক্রল করে চলে যায়। আরো কত কি? সবাই ঠিক ঠাক চলে কিন্ত আমাদের দৃষ্টিভঙ্গি এখনো কেনো বদলায় না। আপনার দৃষ্টিভঙ্গি বদলান আপানার দেখে ও সবাই শিখবে। আমারা কেনো এতো কিছুর মাঝে পরিবর্তন হচ্ছি না। আমি ও পরিবর্তন করবো সাথে আমার পাশে থাকা মানুষ কে মন মানুষিকতা পরিবর্তন করব। আমরা কেনো আমাদের সেইন্ট অফ কমেন্ট মানি আমরা কেন আইন আদেশ মানি ন...