পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"Love You Like A Love Song"

ছবি
"Love You Like A Love Song" [Verse 1] It's been said and done Every beautiful thought's been already sung And I guess right now here's another one So your melody will play on and on, with the best of 'em You are beautiful, like a dream come alive, incredible A centerfold, miracle, lyrical You saved my life again And I want you to know baby [Chorus] I, I love you like a love song, baby I, I love you like a love song, baby I, I love you like a love song, baby And I keep hitting re-peat-peat-peat-peat-peat-peat I, I love you like a love song, baby I, I love you like a love song, baby I, I love you like a love song, baby And I keep hitting re-peat-peat-peat-peat-peat-peat [Verse 2] Constantly, boy, you played through my mind like a symphony There's no way to describe what you do to me You just do to me, what you do And it feels like I've been rescued I've been set free I am hypnotized by your destiny You are magical, lyrical, beautiful You are... A

My Birthday Celebration And Participate Thanks A Lot Of My All Friends

ছবি
অনেক অনেক ধ্যনবাদ কলিজার প্রিয় বন্ধুরা আমার জম্মদিন Celebration And Participate করার জন্য । অনেক অনেক ধন্যবাদ সকল শুভাকাঙ্খী যারা জম্মদিনে  🍔 🎂  অনেক বন্ধু বান্ধব প্রিয় মানুষ গুলো  <3   <3   <3 তাদের জন্য রইল রক্তিম ভালোবাসা Wish করছেন Thanks For  Pacifist Jahid   <3   Zubair Ahmed   <3   MD Nazrul Islam   <3   Alamgir Molla   <3   Ashraf Shojun   <3   Munna Khan Elvin   <3   Mahbub Hasan   <3   মেজবাহ উদ্দিন রূপম  

Shakira All Of The Pain The Official 2018 FIFA World Cup™ Song

ছবি

My Dreams : এই ২০ টি গুণের অধিকারী হয়ে থাকলে আপনি একজন বিরল মা...

My Dreams : এই ২০ টি গুণের অধিকারী হয়ে থাকলে আপনি একজন বিরল মা... : পৃথিবীতে সকলে একরকম হবে না আর সেটাই খুব স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আমাদের সর্বদাই জানতে ইচ্ছে করে নিজের ব্যক্তিত্বের নানান রকমের বিষয় সম্পর্...

এই ২০ টি গুণের অধিকারী হয়ে থাকলে আপনি একজন বিরল মানুষ!

ছবি
পৃথিবীতে সকলে একরকম হবে না আর সেটাই খুব স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আমাদের সর্বদাই জানতে ইচ্ছে করে নিজের ব্যক্তিত্বের নানান রকমের বিষয় সম্পর্কে। আমরা কি খুব গড়পড়তা? নাকি দারুণ কেউ? নাকি আমাদের কারো মাঝেই লুকিয়ে আছে বিচিত্র কোন জটিলতা? আজকের ফিচার তেমনই বিষয়ে। আজ আমরা জানবো বিরল চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এক রকম ব্যক্তিত্বের ব্যাপারে। বিচিত্র, জটিল এবং কোন না কোনভাবে দ্বন্দযুক্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে তাদের বলা হয়ে থাকে আইএনএফজে (INFJ)। বিরলতম এই চারিত্রিক বৈষিষ্ট্যের অধিকারী মানুষদের মাঝে প্রধানত চার ধরণের গুণাগুণ প্রকাশ পেয়ে থাকে। তারা হয়ে থাকেন অন্তর্মুখী ও প্রবল আবেগী ধরণের মানুষ যাদের মাঝে থাকে সবকিছুর সঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা। অন্যদিকে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় বা অনুমানশক্তির ওপরেও দারুণ দখল দেখা যায় তাদের। সুইস সাইকোলোজিষ্ট ও সাইকোঅ্যানালিষ্ট কার্ল জুং ( Carl  Jung) তার ‘সাইকোলোজিক্যাল টাইপ’ বইতে মোট ১৬ ধরণের চারিত্রিক ধরণের কথা উল্লেখ করেছিলেন। যার মাঝে এই আইএনএফজে হলো সবচাইতে বিরলতম একটি চারিত্রিক ধরণ। ভাবছেন আপনি নিজেও এই বিরলতম চারিত্রিক বৈশ

ফেসবুক নতুন ধরনের ক্যাপচা পরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে মানুষের মুখের ছবি দেখে প্রকৃত ব্যবহারকারী, নাকি সফটওয়্যার, তা ধরার চেষ্টা করছে তারা। ফেস ভেরিফিকেশন পদ্ধতিটি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ছবি
ফেসবুক ব্যবহারকারী এখন ২০০ কোটির ওপরে। ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টিকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলো বন্ধ করতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বট বা সফটওয়্যার সৃষ্ট অ্যাকাউন্টগুলো ধরতে ব্যবস্থা নিচ্ছে। কারও অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে ফেসবুক এখন তা প্রকৃত অ্যাকাউন্টের প্রমাণ চাইছে। মুখের ছবি স্পষ্ট দেখা যায়, এমন ছবি আপলোড করতে বলছে। ফেসবুক নতুন ধরনের ক্যাপচা পরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে মানুষের মুখের ছবি দেখে প্রকৃত ব্যবহারকারী, নাকি সফটওয়্যার, তা ধরার চেষ্টা করছে তারা। ফেস ভেরিফিকেশন পদ্ধতিটি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার টুইটার ব্যবহারকারী ফ্লেক্সলিব্রিস একটি স্ক্রিনশট পোস্ট করেন, যাতে নতুন ভেরিফিকেশন পদ্ধতিটি দেখানো হয়। ওই স্ক্রিনশটে দেখা যায়, পরিচয় শনাক্ত করতে মুখের ছবি স্পষ্ট দেখা যায় এমন ছবি আপলোড করতে বলছে। পরিচয় নিশ্চিত করার পর ছবিটি সার্ভার থেকে মুছে ফেলার কথাও বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ছবির ওই পরীক্ষাটি মূলত সন্দেহজনক অ্যাকাউন্টগুলো ধরতে ব্যবহার করা হচ্ছে। বিশ

পৃথিবীতে প্রতিটা মূহুর্তে, কেউ না কেউ, কারো না কারো জন্য অপেক্ষা করে...!

ছবি
পৃথিবীতে প্রতিটা মূহুর্তে, কেউ না কেউ, কারো না কারো জন্য অপেক্ষা করে...! কেউ বৃষ্টির জন্য...! কেউ খাবারের জন্য...! কেউ প্রিয় মানুষটার জন্য...! কেউ ছোট্টএকটা মেসেজের জন্য, কিংবা কারো একটা ফোন কলের জন্য অথবা এক মূহুর্তের জন্য কারো কন্ঠ শোনার জন্য...!! সব অপেক্ষার শেষটা মধুর হয় না...! কখনো কখনো বৃষ্টি নামে...! কখনো কখনো মেঘগুলো ভীষণ ধোঁকা দিয়ে যায়...! বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে...! পশ্চিমের আকাশে সূর্যটা টুপ করে ডুবে যায়...! কেউ কেউ তখনো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে...! হয়তো আসবে - এই আশায়...! এক সময় মাথার ওপরে একটা বিশাল চাঁদ ওঠে...! চাঁদের রূপালি আলো ঐ মানুষটার মুখের উপর এসে পড়ে...! ক্লান্ত মানুষটা অপেক্ষা করতে করতে তখন ঘুমিয়ে পড়েছে...! তার অপেক্ষা কিন্তু শেষ হয় নি...! এবার সে চোখ বুজে অপেক্ষা করছে...! হয়তো সে স্বপ্নে আসবে। কিন্তু সে বড় নিষ্ঠুর স্বপ্নেও আসে না।

মানুষের জীবনধারার সাথে বৃক্ষের জীবনধারার বড্ড বেশী সাদৃশ্য। চর্মচক্ষুকে বড় না ভেবে ।

ছবি
মানুষের জীবনধারার সাথে বৃক্ষের জীবনধারার বড্ড বেশী সাদৃশ্য। চর্মচক্ষুকে বড় না ভেবে কল্পনা আর অনুভূতির চোখকে বড় করে তুললে জীবনের তাৎপর্যটা আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার নইলে আমাদের জীবনের সার্থকতা আর পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়। মাটির রস টেনে নিজেকে মোটাতাজা করাতেই বৃক্ষের কাজের পরিসমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। মানুষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। প্রতিটা দিন লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখার মানেই বেঁচে থাকা নয়। জীবনকে বৃক্ষের মতো ফলে ফুলে সাজানো দরকার কিছু উপলব্ধি আর কিছু ভাল কাজের দ্বারা যা আমাদেরকে বাঁচিয়ে রাখে অন্তত কাল। কখনো কখনো প্রবল ঝড় হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক বৃক্ষ। কিন্তু তা ক্ষনিক সময়ের জন্য। অবশেষে ঝড় থেমে যায় আর প্রশান্তির প্রতিকরুপে কাজ করে সেই বৃক্ষগুলোই। আমাদের ক্ষেত্রেও তাই। ঝড় তো আসবেই আর এটাই প্রকৃতির নিয়ম। সেই ঝড়ে ভেঙে না পরে একটু নিজের প্রাপ্তিগুলোর মহিমা নিয়ে বেঁচে

বিশ্ব ভ্রমান্ড অস্ত যায় না তোমার আমার ইশারায় শ্রেষ্টত্ব নিয়ে বাজী ধরো নগণ্য অস্হিত্ব নীল নয়

ছবি
বিশ্ব ভ্রমান্ড অস্ত যায় না তোমার আমার ইশারায় শ্রেষ্টত্ব নিয়ে বাজী ধরো নগণ্য অস্হিত্ব নীল নয় জ্ঞান আর বুদ্ধির অহমিকায় ভুলে গেছ অবকাশ ক্ষমতার ভোগের লিপ্সায় পাহারসম সহবাস আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ, আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ । প্রশ্ন নেই, উত্তর নেই! আর আমার অহকাশ স্থূবিরতায় অবকাশ কর্মযোগ্যে বিশাল প্রতিভা কোন মৃত্তিকায় তৈরি আমি কেউ তা বোঝেনা ব্যাপ্তি আমার ঊর্ধ্ব গগণে মেঘের সাথে শয়নে জ্ঞান আর বুদ্ধির অহমিকায় ভুলে গেছ অবকাশ ক্ষমতার ভোগের লিপ্সায় পাহারসম সহবাস আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ, আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ, আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ, আমি নিজেকে দেই সস্থি তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ ।

Style is much more interesting than fashion.

ছবি
Style is much more interesting than fashion.

অভিমানী দুচোখ , কতদিন তোমায় দেখে না , অস্থির আবরনে পুড়ে যায় ,তবু একা । অভিমানী এ মন ।

ছবি
অভিমানী দুচোখ , কতদিন তোমায় দেখে না , অস্থির আবরনে পুড়ে যায় ,তবু একা । অভিমানী এ মন , তোমার স্মৃতিতে আজো কাতর , ব্যস্ত আমি ভুলে যাচ্ছি দেখো তোমায় । অভিমান আমার , কখনো অন্ধকার ঘরে একা , অশ্রুসজল এ চোখে যে প্রেম , তা তোমার কখনো হবে না । অভিমান আমার, কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত , ধুম্রজালে এ ঠোট , এ ঠোট আর তোমার হবে না । ভয় পেয়ও না, ফিরে তাকাবো না , কখনো আর ডাকবো না । অভিমান আমার , কখনো অন্ধকার ঘরে একা , অশ্রুসজল এ চোখে যে প্রেম , তা তোমার কখনো হবে না । অভিমান আমার, কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত , ধুম্রজালে এ ঠোট , এ ঠোট আর তোমার হবে না । বর্ষপঞ্জিকার ছেড়া পাতায়, দাগ কাটা দিন গুলোতে , একটু খানি সময় শুধু বাঁধা , এতোটুকুই দেবো তোমায় , এর বেশি একটু নয় , নিয়ম করেই এতোটুকুই তুমি আমার । অভিমান আমার , কখনো অন্ধকার ঘরে একা , অশ্রুসজল এ চোখে যে প্রেম , তা তোমার কখনো হবে না । অভিমান আমার, কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত , ধুম্রজালে এ ঠোট , এ ঠোট আর তোমার হবে না । লাল শাড়িটা তুমি আমার জন্যে পড়লে না, আমার নামের পদবীটা নিলে না । অভিমান আমার , কখনো অন্ধকার ঘরে একা , অশ্রুসজল এ চোখে যে প্রেম , তা তোম

যতবার তোকে দেখি তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি কি করে বলবো বল

ছবি
কি করে বলবো বল তুই আজো আমায় ভালোবাসিস প্রেমে পরি নতুন করে যত বার তোকে দেখি তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি কি করে বলবো বল তুই কি আমার কথা আজো ভাবিস এক বর্ষার সকালে ভিজে তুই হাটছিলি আনমনে পাশ থেকে এসে তোর জন্য ছাতা টা ধরে প্রথম একসাথে ট্রামে চড়া পাশে বসে প্রথম হাতটা ধরা কলেজের প্র সন্ধ্যে বেলা এক সাথে সিনেমায় যাওয়া হঠাত তোর দেষ ছেড়ে যাওয়া শেষ বিদায় তোর এসে না বলা তোর সাথে শেষ তোলা ছবির স্মৃতি নিয়ে বেচে থাকা আমাদের দশম বার্ষিকীতেও তোকে না ভুলতে পারা কি করে বলবো বল তুই আজো আমায় ভালোবাসিস প্রেমে পরি নতুন করে যতবার তোকে দেখি তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি কি করে বলবো বল তুই কি আমার কথা আজো ভাবিস বলেছিলি যতন করে রাখবি পাপড়ি গুলো ডায়রির ভাজে, তোর সাজ ঘরে কিছু মনে করবো না আমি যদি বলিস তুই আরো কারো সাথে সুখী ত্যাগ করতে রাজি যদি ফুটে তোর মুখে একটু হাসি শুধু জানতে চায় রেখেছিস মনে কি হেরে যায়নি আমাদের ভালোবাসা দূরত্বের অধীন বুক ফেটে আসে রোজ বেদনা সীমাহীন তোকে না ভেবে একটাও দিন কাটানো বেশ কঠিন কি করে বলবো বল তুই আজো আমায় ভালোবাসিস প্রেমে পরি নতুন করে যত বার তোকে দে

Tell Me Who Knows You Better Than I Do

ছবি
Dose he Know. You Still Spoke Me Through  Your Heart Everyday In shine and Grey. - Just The Way I Still Do Solitary in The Night  Smiles Without Realizing - We Shall Meet Again Reminiscence.  - Would Sit & Smile After A Call Your Name . - Tell Me Who Knows You Better Than I Do. It' Been So Long. - I've Not Seen You. I Long For Waiting You. - Then Back Home We Shall Discuss Together. - All The Qualms Of Your Heart. - Tell Me Who Knows You Better Than I Do. - If Ever Cross Your Mind Do Aks How Am I Doing. - The First Sight Of You Used To Set My Day. - In Everything I Do I Dream Of You. - I Smile After I Call Your Name. - Tell Me Who Knows You Better Than I Do. Like Show more reactions

Ke Koto Dure IMRAN & KONA Mahmood Manzoor imran New Song 2017

ছবি

new photos

ছবি